ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুযারি) বিকেলে নগর ভবনের গ্রিনপ্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

রাজশাহী রিয়েল অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা) এ মেলার আয়োজন করে।  

মেয়র বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ ১০০/১৫০ বছর আগেই পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলেছে।

আমাদের দেশে সেভাবে পরিকল্পিত আবাসন গড়ে ওঠেনি। তবে বর্তমানে দেশে পরিকল্পিত নগরায়ন হচ্ছে। রাজশাহীতেও পরিকল্পিত নগরায়ন গড়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী বলেন, সিটি মেয়র রাজশাহীকে আধুনিক বাসযোগ্য একটি পরিকল্পিত নগর গড়তে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। মেয়রের স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হয়ে রেডা পরিকল্পিতভাবে বড় বড় আবাসিক ভবন তৈরি করছে। আগামীতে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।  

রেডার সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি।  

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় জানানো হয়, ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৪৪টি স্টল বসেছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।