ঢাকা: পাতা-ঝরা শীত পেরিয়ে হালকা হিমেল বাতাসের বসন্ত উৎসব যখন আগমনী বার্তা দিচ্ছে, এমন সময়ে কেনাকাটায় জমজমাট অফার নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে ‘ক্লিয়ারেন্স সেল’ ক্যাম্পেইন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে এই আয়োজনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএল-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।
ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশের যেসব জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে, তারা বছরের শুরুতে অথবা শেষে, রমজান ও ঈদের আগে একটি বড় ফিক্সড ডিসকাউন্টে ক্লিয়ারেন্স সেলস দেয়। বসুন্ধরা সিটি শপিংমলে আগত গ্রাহকরা এসব ব্র্যান্ডের আউটলেটগুলোতে ভিজিট না করলে এই ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারেন না। গ্রাহকরা যাতে এই ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারেন সেজন্য আটটি ব্র্যান্ডের পার্টনারশিপে আমাদের এই ক্যাম্পেইন।
বসুন্ধরা সিটি শপিং মল ঘুরে বিশেষ এই ছাড়ের সুযোগে বছরের সব কেনাকাটা করে নিতে দর্শনার্থীদের আহ্বান জানান তিনি।
টানা দশ দিনের এই আয়োজনে অংশ নিয়েছে দেশসেরা আটটি অ্যাপারেল ব্র্যান্ড। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে- মেন’স ওয়ার্ল্ড, ক্লাভহাউস, ক্যাপশন, স্প্ল্যাশ, ফ্রিল্যান্ড, ভোগ বাই প্রিন্স, কিউরিয়াস এবং ইনফিনিটি।
বসুন্ধরা সিটির লেভেল-১ এ অ্যাট্রিয়ামে ক্লিয়ারেন্স সেল চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এসসি/এসআইএস