ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৩ দিনে ৫ লাখ কেজি কৃষিপণ্য পরিবহন করেছে পার্সেল ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
১৩ দিনে ৫ লাখ কেজি কৃষিপণ্য পরিবহন করেছে পার্সেল ট্রেন

ঢাকা: ১৩ দিনে রেলওয়ে পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনা করে প্রায় ৫ লাখ কেজি সবজি ও কৃষিপণ্য পরিবহন করেছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়েতে গত ১ মে থেকে কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে।

বর্তমানে চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলও‌য়ে স্টেশন (পঞ্চগড়) -ঢাকা রুটে এই লাগেজ ভ্যান চলাচল করছে।  

গত ১৩ দিনে এ পর্যন্ত লাগেজভ্যান ট্রেনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৫ লাখ কেজি সবজি ও কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকার রাজস্ব আয় করেছে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৩, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।