বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার উত্তরপত্র মূল্যায়নে গত তিন বছরের অভিজ্ঞতার ফল কাজে এসেছে।
পাসের হার কম জানিয়ে নাহিদ বলেন, এবার পাসের হার কমেছে। মোট পরীক্ষার্থী পাসের হারও কমেছে। আর সার্বিকভাবে ভালো করেছে মেয়েরা।
১০ বোর্ডে পাস ৮০ দশমিক ৩৫। মোট পাস (১০ বোর্ড) ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। গত বছরের চেয়ে কম ২০ হাজার ২৮৩ জন।
এদিকে, এসএসসিতে (০৮ বোর্ড) গড় পাস ৮১ দশমিক ২১ শতাংশ। পাস ১১ লাখ ৫৫ হাজার ৬৮ জন। এখানে পাস ও জিপিএ দুটাই বেড়েছে।
মাদ্রাসায় পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। ভোকেশনাল ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
১০ বোর্ডে জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১ লাখ ০৪ হাজার ৭৬১ জন। কেবল এসএসসিতে (৮ বোর্ডে) জিপিএ-৫ ৯৭ হাজার ৯৬৪ জন। দাখিলে জিপিএ-৫ ২ হাজার ৬১০ জন এবং ভোকেশনাল ৪ হাজার ১৮৭ জন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
আইএ