কুমিল্লা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৯ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাস রুমে ২৯ জন আহত শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বীর শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পেরে গর্ববোধ করছি। আগে অনেকেই স্বৈরাচারের দলের হয়ে কাজ করেছেন। এখন একাধিক সমন্বয়ক দল তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে আমাদের এগিয়ে যাওয়া কঠিন। আমাদের কাছে অনেকেই আসে কথা বলতে। তাদের অতীত ইতিহাস শুনলে বিশ্বাস হয় না। আবার সুযোগ পেলে যে আগের চরিত্রে ফিরে যাবে না, তার কী গ্যারান্টি? নৈতিকতার অবক্ষয়ের কারণে সব জায়গায় আমরা ঝামেলায় পড়ে যাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম।
আহত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম ও ফরহাদ মিয়া কাউছার।
সমন্বয়কদের পক্ষ থেকে বক্তব্য দেন মোজাম্মেল হোসেন আবীর ও জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল।
অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে, তা পৃথিবীতে বিরল। ছাত্ররা আবার প্রমাণ করে দেখিয়েছে যে ভীরুতা সমাধান নয় বরং সাহসিকতার সঙ্গে নির্যাতন মোকাবিলা করাটাই কাম্য।
অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাদের আত্মত্যাগ অম্লান থাকবে। আমরা প্রশাসনে আসার পর থেকে আহত ছাত্রদের খোঁজখবর রাখছি এবং চেষ্টা করছি কীভাবে তাদের সহযোগিতা করা যায়।
অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, অবিশ্বাস্যভাবে ফ্যাসিবাদের পতন হয়েছে এ জেন-জির হাত ধরে। তারাই বুঝিয়ে দিয়েছে সংগ্রামের পথেই মুক্তি। তোমরাই জাতির সূর্য সন্তান। তোমাদের স্বপ্নের বাংলাদেশ হবে বৈষম্যহীন। তোমাদের পাশে দাঁড়িয়েছি এটা বলব না, শুধু তোমাদের খোঁজখবর নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসআই