ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

উচ্চারণ সঠিকভাবে শিখতে শব্দ করে পড়া জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
উচ্চারণ সঠিকভাবে শিখতে শব্দ করে পড়া জরুরি সেমিনারে বক্তব্য রাখছেন ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শব্দ করে পড়া সংস্কৃতির একটি অংশ।‌ শিশুদের উচ্চারণ সঠিকভাবে শেখার জন্য শব্দ করে পড়া জরুরি। 

‌তি‌নি বলেন, আমাদের সময় শব্দ করে না পড়লে অভিভাবকরা ধমক দিতেন। শিশুদের শব্দ করে পড়ার অভ্যাস গড়ে তোলার ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মা‌নিক মিয়া হলে শব্দ করে পড়া বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, আমাদের শিশুরা বিশ্বের সব ভাষাই শিখবে। সেইসঙ্গে বাংলা ভাষা যত্ন এবং গুরুত্ব দিয়ে শিখবে। কারণ নিজের ভাষা ভালো করে রপ্ত করতে না পারা গেলে, অন্য ভাষা আয়ত্তে রাখা যায় না। এ ব্যাপারে কারো বা কোনো অভিভাবকের আপত্তি থাকার কথা নয়।  

দেশের সব মা-বাবাকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাবির সাবেক উপাচার্য বলেন, আমাদের মাতৃভাষা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তির জন্যই আমাদের এ ভাষা পরিশুদ্ধ উচ্চারণে বিশ্বে ছড়িয়ে দিতে হবে।  

সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, শিশু বয়সে আমাদের সময় শব্দ করে পড়ার অভ্যাস ছিল। কারণ উচ্চারণে ভুল হলে অভিভাবকরা তা ঠিক করে পড়তে বলতেন। সঠিক শব্দ উচ্চারণ এবং বলার জন্য তাদের কাছে আমরা অনেক ধমক খেয়েছি। কিন্তু এখন সেই অবস্থা না থাকায় হতাশায় ডুবতে হচ্ছে।  

তিনি বলেন, শব্দ করে পড়ার বিষয়টি আমি সংসদে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করবো। বিষয়টি সবাইকে বলে বোঝানোর চেষ্টাও অব্যাহত থাকবে।  

সেমিনারে রূপ বাংলা গ্রুপের চেয়ারম্যান রূপক সিংহের সভাপতিত্বে বক্তব্য আরো রাখেন- কেএমপি কমিশনার সরদার রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. এন কে ঘোষ (সুমন), ঢাবির (ফটোগ্রাফি) অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সোনালী ব্যাংক শেরাটন শাখার এজিএম আব্দুল জব্বার, ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শাহিন ইসলাম ও তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী মরিয়ম আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
‌ডিএসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ