ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার ৭৬.৩৮, জিপিএ-৫ ৬৭২৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
রাজশাহী বোর্ডে পাসের হার ৭৬.৩৮, জিপিএ-৫ ৬৭২৯ রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক অনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন। পাসের হারে মেয়েরা এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এবার ভালো ফল করেছে এ বোর্ডে।

রাজশাহী বোর্ডে ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ৩২ শতাংশ। আর ছাত্রী পাসের হার ৮১ দশমিক ২ শতাংশ।

তবে জিপিএ-৫ এর দিক থেকে আবার মেয়েদের থেকে ছলেরা ভালো ফল করেছে।  

বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক অনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিল ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সব বিষয়ে পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।  

যার গড় পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬৬ দশমিক ৫১ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৬৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ