ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক রেজাউল করীম

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক রেজাউল করীম অধ্যাপক এ বি এম রেজাউল করীম

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পালন করা অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে অধিদপ্তরের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।  

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা ও গণিতের অধ্যাপক রেজাউল করীমকে নিজ বেতন ও বেতনক্রমে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। চলতি এ দায়িত্ব নেওয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগ দেওয়ার তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ