মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ প্রশাসন।
কলেজ সূত্র জানা যায়, সোমবার (০৫ আগস্ট) রাতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।
এমসি কলেজের অধ্যক্ষ নিতায় চন্দ্র চন্দ বলেন, ছাত্রাবাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য ঈদের ছুটিসহ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদ পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত হলে ছাত্রাবাস খুলে দেওয়া হবে বলেও জানান এমসি কলেজের অধ্যক্ষ নিতায় চন্দ্র চন্দ।
এ বিষয়ে সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, ছাত্রাবাসে ছাত্রলীগের একটি অংশের বহিরাগতরা প্রবেশের চেষ্টা করে। তাদের দাবি কতিপয় বহিরাগত ছাত্র ছাত্রাবাসে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকাল ছাত্রাবাস বন্ধ ঘোষণা দেন। সংঘাত এড়াতে পুলিশের উপস্থিতিতে ছাত্রাবাস ছাড়ছে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এনইউ/ওএইচ/