ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

স্কলারশিপে চীন যাচ্ছেন গ্রিন ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
স্কলারশিপে চীন যাচ্ছেন গ্রিন ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী

ঢাকা: দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণা বিনিময় চুক্তির অংশ হিসেবে চাইনিজ গভর্নমেন্ট ও প্রেসিডেন্ট স্কলারশিপ-২০১৯ পেয়েছেন গ্রিন ইউনিভার্সিটি পাঁচ শিক্ষার্থী। শতভাগ স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের এ এস এম সরওয়ার হোসেন, টেক্সটাইল বিভাগের মঞ্জুরুল আলম ও রকিকুল্লাহ ফায়াজী এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অজয় কুমার হালদার ও জালাল আহমেদ। এর মধ্যে প্রথম দু’জন পিএইচডি ও বাকীরা মাস্টার্স প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। 

স্কলারশিপ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল’, জোংনান ইউনিভার্সিটি অব ইকোনোমিকস অ্যান্ড ল’, উহান টেক্সটাইল ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ইউনিভার্সিটি অব সায়েন্স টেক্সটাইল।

গৌরবজ্জল এ সাফল্যের কারণে বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সামদানী ফকির তাদের অভিনন্দন জানান এবং উত্তোরত্তর সাফল্য কামনা করেন।



তারা বলেন, এ ধরনের স্কলারপিশ পাওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যেহেতু চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রিনের চুক্তি রয়েছে, তাই অন্য শিক্ষার্থীদেরও এ সুযোগ কাজে লাগানো উচিত। এর আগে একই স্কলারশিপে রাশেদুল ইসলাম ও ইউসুফ হোসেন নামে দুই শিক্ষার্থী চীনে পড়তে যান।

উচ্চশিক্ষা বিনিময়ে লক্ষে চীনের শীর্ষ পর্যায়ের ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রিন ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- উহান টেক্সটাইল ইউনিভার্সিটি, হোবেই ইউনিভার্সিটি, চায়না থ্রি জর্জেস ইউনিভার্সিটি এবং হোবেই ইউনিভার্সিটি অব টেকনোলজি। চুক্তি ছাড়াও ‘হোবেই সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস অ্যালায়েন্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত সংগঠনের সদস্য পদ পেয়েছে গ্রিন। যার আওতায় এ স্কলারশিপ ছাড়াও প্রশিক্ষণ, ক্রেডিট ট্রান্সফার ও যৌথ গবেষণা কার্যক্রমের সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ