ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে ছাত্র ফ্রন্টের উদ্যোগে শিক্ষা কনভেনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
খাগড়াছড়িতে ছাত্র ফ্রন্টের উদ্যোগে শিক্ষা কনভেনশন শিক্ষা কনভেনশন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: পাহাড়ে উচ্চশিক্ষার সংকট নিরসন ও খাগড়াছড়ি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করাসহ ৪দফা দাবিতে খাগড়াছড়িতে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো- পাহাড়ে উচ্চশিক্ষার সংকট নিরসন, খাগড়াছড়ি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, পিইসি পরীক্ষা বাতিল এবং প্রাথমিক শিক্ষায় দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করা।

সভায় বক্তারা বলেন, শিক্ষাখাতে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার সরকার ততটুকু দিচ্ছে না। দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষাখাত এগোতে পারছে না।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার নির্মল দাশ, সাংবাদিক সৈকত দেওয়ান, বাসদের মার্কসবাদি কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য ফখরুদ্দিন কবির আতিক, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক আরিফ মইন উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।