ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে আঞ্চলিক বাজেট অলিম্পিয়াড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
নোবিপ্রবিতে আঞ্চলিক বাজেট অলিম্পিয়াড

নোয়াখালী: ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আঞ্চলিক বাজেট অলিম্পিয়াড-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  নোবিপ্রবির মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস মিলনায়তনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রয়্যাল ইকোনমিকস ক্লাবের আয়োজন করে।

বাজেট বিষয়টিকে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহের বিষয় করে তোলা, দেশব‍্যাপী তরুণ বাজেট বিতার্কিক গড়ে তোলা এবং তরুণদের নেতৃত্বে বাজেট বিকেন্দ্রীকরণ, বাজেটকে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের রয়েল ইকোনমিক্স ক্লাব ও একশানএইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং হাতিয়াসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ দেয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মেদ মোকাম্মেল করিম তৌফিক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, নোবিপ্রবি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া আফরিন এ্যলি, বাজেট অলিম্পিয়াডের ন্যাশনাল কোঅর্ডিনেটর নুরুল আলম মাসুদ ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের যুগ্ম সম্পাদক সেকান্দার আলী মিনা প্রমুখ।  

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সত্যজিৎ  চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, রয়্যাল ইকনোমিক্স ক্লাবের প্রেসিডেন্ট  মহিউদ্দীন খন্দকার।

মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, জাতীয় বাজেট এবং পরিকল্পনা বিষয়ে তরুণদের দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। এই আয়োজনের 
মধ‍্যদিয়ে তরুণরা বাজেটে অংশগ্রহণের বিষয় সক্রিয় ভূমিকা রাখবে। ব্যক্তিগত বাজেটের সদ্ব্যবহারের মধ্যদিয়ে জাতীয় পর্যায়েও এর নৈতিক প্রতিফলন সম্ভব। সব রকম দুর্নীতি প্রতিরোধ এবং বাজেটের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে ব্যক্তিগত মূল্যবোধ জাগ্রত করা জরুরি।  

এছাড়া বক্তারা সরকারি পলিসিগুলো নিয়ে সচেতনতা, বাজেট বিতর্ক, আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তরুনদের প্রতি  আহ্বান জানান।

অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ২০জন অংশগ্রহণকারী আগামী মাসে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোরব ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।