ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, নভেম্বর ২২, ২০১৯
ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শুরু হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৪ নভেম্বর ২০১৯ থেকে ৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এ বছর সারাদেশে এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে দুই লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।   

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।