ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

ববি’র ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
ববি’র ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে বিভাগের ২য় বর্ষের ছয় মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমাদের নিজেদের পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং সর্বোপরি যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। তোমরা যদি এ তিনটি বিষয়কে লক্ষ্য করে তোমাদের জীবনকে পরিচালনা কর তাহলে সত্যিকার অর্থেই তোমরা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

উপাচার্য তার বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমকে জোরদার এবং গতিশীল করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।  
অনুষ্ঠানে ছয় মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে দু’হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।  

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাহবুবুর রহমান, সাইফুল্লাহ, মুন্নী, সুইটি মন্ডল, নকিবুল হাসান ও  ইমরান হোসেন।  

লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে পুরো এক সেমিস্টারে (ছয় মাস) প্রতি মাসে দু’হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা পাবেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।