ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে সম্মেলন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের (বিএমজিটিএ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

উপজেলা বিএমজিটিএ’র সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সংগঠনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।

প্রধান আলোচক ছিলেন- জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন- বিএমজিটিএ’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও  কেন্দ্রিয় কমিটির সদস্য ওয়াজি উল্লাহ জুয়েল, মাতাব্বরনগর দারুচ্ছুন্না আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আলী হোছাইন ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফিরোজ কবির।  

এছাড়া আরও বক্তব্য রাখেন- রামগতি উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, কমলনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বাচ্চু, অর্থবিষয়ক সম্পাদক মো. ফারুক, সদস্য রশিদুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএমজিটিএ’র সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।

লক্ষীপুরে মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে সম্মেলন

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।