রোববার (২২ ডিসেম্বর) নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার পর সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন> ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের ভাঙচুর, ভিপি নুরকে মারধর
রাব্বানী বলেন, ‘ভিপি নুর নিজের দুর্নীতি ঢাকতে বহিরাগতদের নিয়ে ডাকসুকে ব্যবহার করে অরাজকতা করছেন।
ডাকসুর জিএস বলেন, ‘আমরা তাকে ডাকসুতে চাই না, ও ফালতু কাজ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাইরের ছেলেদের এনে এভাবে…, সে চরমভাবে প্রশ্নবিদ্ধ। ওকে ডাকসুতে ঢুকতে দেবো না। সে এখন পর্যন্ত ডাকসুর কাজ করেনি। পেঁয়াজ-তিস্তা নিয়ে আছে’।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ।
এসময় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ তিনজনকে কক্ষে আটকে মারধর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসকেবি/জেডএস