ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির মনোবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
রাবির মনোবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

এসময় উপাচার্য বলেন, মনোবিজ্ঞান বিভাগের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সব নতুন ও পুরাতন গ্র্যাজুয়েটদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে, যা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। দৈনন্দিন জীবনে মানসিকভাবে সুস্থ থাকার মনোবিজ্ঞান চর্চার প্রয়োজন রয়েছে।

আমাদের এ সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই তবে বিদ্বান লোকের বড়ই অভাব। বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিভাগটির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি বিভাগের উন্নয়ন হয়। আর একটি বিভাগ উন্নত হলে সেটি বিশ্ববিদ্যালয়েরই উন্নয়ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম বিভাগগুলোর মধ্যে মনোবিজ্ঞান বিভাগ অন্যতম। যে বিভাগটি গত ছয় দশকের অধিককাল ধরে অনেক প্রথিতযশা মনোবিজ্ঞানী, শিক্ষক ও গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।

মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মোহা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন প্রথম পুনর্মিলনী সাংগঠনিক কমিটির সদস্য সচিব ড. মো. মাসুদুল হক সিদ্দিকী। বিভাগের প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ রওশন আলী এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকুজ্জামানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ আয়োজনে অন্যদের মধ্যে সাবেক উপ-উপাচার্য ও বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ বিভাগীয় শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।