ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির হল বন্ধের সিদ্ধান্তে বৃহস্পতিবার জরুরি সভা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ঢাবির হল বন্ধের সিদ্ধান্তে বৃহস্পতিবার জরুরি সভা  ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণার পর আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) জরুরি সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে হল বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় এ বৈঠক শুরু হবে। সভায় হল বন্ধের বিষয়ে আলোচনা হবে।

ডেপুটি রেজিস্ট্রার শাহাজাহান হাওলাদার বাংলানিউজকে জানান, সিন্ডিকেট সভার পর সন্ধ্যা ৭ টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসকেবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।