ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ২৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ৩০, ২০২০
পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ২৫ জন .

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৩৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বোর্ড কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। এতে নতুন করে ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অপরদিকে আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষণে ২৫ জন পরীক্ষার্থী পাস করেছে।  

এছাড়া আরও ১০৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে পুনঃনিরীক্ষণে। তারা আগে প্রকাশিত ফলে যে পয়েন্ট পেয়েছিল, পুনঃনিরীক্ষণে তার চেয়ে ফল উন্নীত হয়েছে।  

২০২০ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১০ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ২৩ হাজার ৮৫০টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ১৩৯ জনের ফল পরিবর্তন হয় বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।