নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে শনিবার (৩০ মার্চ) এ নির্দেশনা দেয়া হয়।
তিন এমপি হলেন- ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নেয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
এর আগে ২০ এমপিকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়া এমপিরা যাতে আচরণ বিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি।
তারপরও অনেকে এলাকায় অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নেয়া নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘণ।
এবার পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি। প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ হবে।
৩১ মার্চ ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
ইইউডি/এমএ