শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে উত্তরা কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে চলছে প্রতিটি কেন্দ্রের এসব জিনিসপত্র সংগ্রহের কাজ।
উত্তরা কমিউনিটি সেন্টার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংরক্ষিত ১, ১৫, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সিটি নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
এদিকে কুর্মিটোলা হাই স্কুলে অবস্থিত নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, আমার কেন্দ্রের জন্য ৬টি ইভিএম মেশিনসহ সব জিনিসপত্র এবং সব খরচ বুঝে পেয়েছি। এখানে অনেক ভিড়। সেজন্য একটু ভোগান্তি আছে। এছাড়া কোনো সমস্যা নেই। আমরা উৎসবমুখর পরিবেশেই কাজ করে যাচ্ছি।
এদিকে সকাল থেকে এসে অপেক্ষা করছেন বাইলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইবনে জাহিদ চৌধুরী। বাংলানিউজকে তিনি জানান, সকালে এসেছি কিন্তু এখনও সব বুঝে পাইনি। একবার সিরিয়াল মিস করলে আবার পিছিয়ে যেতে হয়েছে। আশা করছি সময়মতো সব পেয়ে যাবো।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএএম/জেডএস