ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবতী’র শুটিং শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
‘পদ্মাবতী’র শুটিং শুরু রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

সঞ্জয়লীলা বানসালির বিশাল ক্যানভাসের ছবি ‘পদ্মাবতী’র চিত্রায়ন শুরু হয়েছে ভারতের ফিল্ম সিটিতে। বানসালি প্রোডাকশন্সের সিইও শোভা সান্ত মঙ্গলবার (১ নভেম্বর) টুইটারে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তিনি লিখেছেন, ‘স্মরণীয় মুহূর্ত। সবাইকে শুভকামনার জন্য ধন্যবাদ। ’

‘পদ্মাবতী’র দৃশ্যধারণ চলাকালীন ক্ল্যাপবোর্ডের একটি স্থিরচিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মাণাধীন ছবিটিতে ছিত্তোরের সুন্দরী ও বুদ্ধিমতী রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায় থাকছেন শহিদ কাপুর। রণবীর সিংকে দেখা যাবে মধ্যযুগীয় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি হিসেবে। তিনি পদ্মাবতীর প্রেমে পাগল ছিলেন। তাই তাকে নিজের করে নিতে ছিত্তোরে আক্রমণ চালান। কিন্তু পদ্মাবতী কীভাবে তার কাছ থেকে নিজের সম্মান রক্ষা করেছিলো সেটাই দেখা যাবে ছবিটিতে।  

রণবীর ও দীপিকা এর আগে সঞ্জয়লীলার পরিচালনায় ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করেন। তবে শহিদ এবারই প্রথম বানসালি শিবিরে যুক্ত হলেন। এ ছাড়া আলাউদ্দিন খিলজির স্ত্রীর কমলা দেবির ভূমিকায় আছেন অদিতি রাও হায়দারি।

চিত্রায়ন শুরুর আগে নানান গুঞ্জন ছড়িয়েছিলো। তুলনামূলকভাবে নতুন কিংবা টিভির কোনো অভিনেতাকে পর্দায় স্বামীর চরিত্রে দীপিকা মেনে নেবেন না বলে গুজব ওঠে। এরপর শহিদ ও রণবীরের ঠান্ডা যুদ্ধের কথা শোনা গেছে।

এ ছাড়া বাজেট সমস্যা তো ছিলোই। ইরোস ইন্টারন্যাশনাল একা এতো লগ্নি করতে চায়নি। ভায়াকম এইটিন মোশন পিকচার্স যুক্ত হওয়ায় সমাধান এসেছে। ‘পদ্মাবতী’র বাজেট ১৭০ কোটি রুপি। এর চিত্রগ্রহণ করছেন সুদীপ চ্যাটার্জি। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।