ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০১৭

সেরা গান ‘সিটি অব স্টারস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
সেরা গান ‘সিটি অব স্টারস’ ‘লা লা ল্যান্ড’ ছবির দৃশ্য

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে সেরা মৌলিক গান হয়েছে ‘সিটি অব স্টারস’। এর সংগীত পরিচালনা করেছেন জাস্টিন হারউইৎজ। এটি ব্যবহৃত হয়েছে ‘লা লা ল্যান্ড’ ছবিতে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল।

এবারের অস্কারে সেরা মৌলিক গান বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলো ‘অডিশন— দ্য ফুলস হু ড্রিম’ (লা লা ল্যান্ড), ‘ক্যান্ট স্টপ দ্য ফিলিং’ (ট্রলস), ‘দ্য এম্পটি চেয়ার’ (জেম দ্য জেমস পোলি স্টোরি), ‘হাউ ফার আই’ল গো’ (মোয়ানা)।

* ‘সিটি অব স্টারস’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/এসও

** সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মাহারশালা আলির অস্কার জয়
** ভায়োলা ডেভিস জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘দ্য সেলসম্যান’
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘জুটোপিয়া’
** স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের অস্কার গেলো সিরিয়ায়
** তরুণের হাতে সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক
** সেরা অভিনেত্রী এমা স্টোন
** ‘লা লা ল্যান্ড’ নয় অস্কারে সেরা হলো ‘মুনলাইট’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।