ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিসির আলী চরিত্রটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম: চঞ্চল চৌধুরী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
মিসির আলী চরিত্রটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম: চঞ্চল চৌধুরী  চঞ্চল চৌধুরী (ছবি: সংগৃহীত)

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলী আসছে রূপালি পর্দায়। হুমায়ুন ভক্তদের জন্য এটি সুখবর। কিন্তু সেই চরিত্রে কাকে পাওয়া যাবে? তিনি আর কেউ নন, চঞ্চল চৌধুরী।

প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের আলোচিত উপন্যাস ‘দেবী’ থেকে সরকারি অনুদানে একই নামে তৈরি হচ্ছে ছবিটি। এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।

চলচ্চিত্রে এর আগে একসঙ্গে কাজ করেননি এই দুই তারকা।

মিসির আলী চরিত্রে রূপদান প্রসঙ্গে বাংলানিউজকে চঞ্চল বলেন, ‘হুমায়ুন আহমেদের লেখা এই উপন্যাসটি বিশ্ববিদ্যালয় জীবনেই পড়েছিলাম। অন্য পাঠকদের মতোই মিসির আলীর প্রতি আমার আগ্রহ আছে। এমন একটি চরিত্র সিনেমায় ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জের। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। অবশ্য এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। ’

যোগ করে চঞ্চল বলেন, “অায়নাবাজি’ সফল হওয়ার পর ভেবেছিলাম বছর দুয়েকের মধ্যে ছবি করবো না। সেই অর্থে নাটকের কাজও কমিয়ে দিয়েছিলাম। মিসির আলী চরিত্রে অভিনয় করবো কী করবো না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। রাজি হওয়ার পর থেকে প্রস্তুতি নিচ্ছি। ’

চঞ্চল জানান, চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য মনযোগী হয়েছেন তিনি। টেলিভিশনের কেউ কেউ এই চরিত্রে অভিনয় করেছেন। চঞ্চল তাদেরকে মাথায় রাখছেন না। তিনি বলেন, ‘লেখকের ভাবনার মতোই হওয়া চাই চরিত্রটি। এ ক্ষেত্রে আমি কিছুটা নতুনত্ব যোগ করার চেষ্টা করবো। ’

‘দেবী’র রানু চরিত্রে অভিনয় করবেন জয়া আহসানঅভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজক হিসেবেও থাকছে জয়ার নাম। অন্য শিল্পীরা হলেন ইরেশ যাকের, শবনম ফারিয়া, অনিমেষ আইচ। মার্চের শেষ সপ্তাহ থেকে ঢাকা ও এর আশপাশে শুটিং শুরু হবে ‘দেবী’র।

জয়ার সঙ্গে খুব বেশি কাজ করেননি চঞ্চল। গিয়াসউদ্দিন সেলিমের ধারাবাহিক ‘এনেছি সূর্যের হাসি’, অমিতাভ রেজার ‘মায়া ও মৃত্যু গল্প’ তাদের অন্যতম কাজ। সহশিল্পী জয়াকে মূল্যায়ণ করে চঞ্চল বলেন, ‘নিঃসন্দেহে জয়া বাংলাদেশের শীর্ঘ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। দেশের বাইরেও তিনি জনপ্রিয়। তার মতো অভিনেত্রীর সঙ্গে বড়পর্দায় কাজ করার অভিজ্ঞতা অন্যরকম হবে বলেই মনে করি। ’

‘দেবী’ পরিচালনা করবেন অনম বিশ্বাস। চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকিয়েছেন তিনি। চঞ্চলের মতে, অনম খুব ভালোভাবে ছবিটি নির্মাণ করবেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।