ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

বিনোদন

‘তার কাছে কতো কিছু যে শিখেছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
‘তার কাছে কতো কিছু যে শিখেছি’ লাকী আখন্দ ও সামিনা চৌধুরী (ছবি: সংগৃহীত)

লাকী আখান্দের মৃত্যুতে শোকাহত পুরো সংগীতাঙ্গন। এই কিংবদন্তিকে খুব কাছ থেকে দেখেছেন, তার সুরে গান গেয়েছেন জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী। প্রিয় মানুষের মৃত্যুতে শোকাহত এই শিল্পী। 

২১ এপ্রিল সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন লাকী। বাংলানিউজের সঙ্গে ফোনালাপের সময় কাঁদছিলেন সামিনা।

তিনি বললেন, ‘অামি কিছু ভাবতে পারছি না, বিশ্বাস হচ্ছে না। শোক প্রকাশ করার ভাষা নেই। তার কাছ থেকে কতো কিছু যে শিখেছি! এতো স্মৃতি ভুলবো কী করে!’

লাকী আখন্দের সুর-সংগীতে সামিনা গেয়েছিলেন ‘আনন্দ চোখ’ নামের অ্যালবামে। এখানে একাধিক দ্বৈত গানে কণ্ঠে দিয়েছিলেন লাকী-সামিনা। ‘কাল কি যে দিন ছিলো’, ‘বলো কে পারো’, ‘এই বরষা রাতের’সহ ১২টি গান স্থান পেয়েছিলো ‘আনন্দ চোখ’-এ।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭ 
এসও  

‘আমায় ডেকো না ফেরানো যাবে না’র লাকী আখন্দ না ফেরার দেশে
লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।