ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

অপুর কামব্যাক ছবি ‘রাজনীতি’র এক ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
অপুর কামব্যাক ছবি ‘রাজনীতি’র এক ঝলক অপু বিশ্বাস, ছবি: বাংলানিউজ

তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস জুটির ছবি ‘রাজনীতি’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। এটিই হতে যাচ্ছে অপুর কামব্যাক ছবি। সম্প্রতি ছবিটির টিজার উন্মুক্ত করা হয়েছে অনলাইনে।

‘রাজনীতি’র সফলতার ব্যাপারে আশাবাদী অপু। ক’দিন আগে ‘প্রেস মিট’-এ এমনটিই জানিয়েছেন তিনি।

শাকিব ব্যস্ত, ছবিটির প্রমোশনে একাই লড়ছেন অপু।  

‘রাজনীতি’ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্মাতা বুলবুল বিশ্বাস জানিয়েছেন, শাকিব-অপু-মিলন ছাড়াও ছবিটির অন্য শক্তি হচ্ছে, এর গল্প ও কাহিনি। তার বিশ্বাস, ছবিটি দর্শকদের ভালো লাগবে।  

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।  টিজার প্রকাশ হয়েছে সনি ডিএডিসি বেঙ্গলির ইউটিউব চ্যানেলে। এখানেই প্রকাশ করা হবে ছবির গানগুলো।  

* ‘রাজনীতি’র টিজার-

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।