প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যা ও ডিহাইড্রেশনে (পানি স্বল্পতাজনি সমস্যা) ভুগছেন দিলীপ কুমার। কিন্তু অবস্থার অবনতি হলে বুধবার বেলা ১২টার দিকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।
দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।
গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
বিএসকে