ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

মাফ করে দিয়েন, আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, নভেম্বর ২৪, ২০২৪
মাফ করে দিয়েন, আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। নির্মাতা শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার।

শনিবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নির্মাতা শাহ আলম মণ্ডল।

প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন পরীমণি। ফেসবুকে এই নায়িকা লেখেন, ‘ওস্তাদ, আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও, মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না। ’

ক্যারিয়ারের শুরুতে টুকটাক মডেলিং করেছেন পরীমণি। কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। এরপর শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’র মাধ্যমে নায়িকা বনে যান পরীমণি।

এই নির্মাতার অনান্য সিনেমাগুলো হলো ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।