ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গান গেয়ে সেরা হলে তাহসানের সঙ্গে কনসার্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
গান গেয়ে সেরা হলে তাহসানের সঙ্গে কনসার্ট মিট দ্য প্রেসে তাহসান খান। ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: ভক্তদের জন্য বিরাট সুযোগ নিয়ে আসছেন এ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় শিল্পী তাহসান খান। এক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে তার গান গাওয়া শ্রেষ্ঠ গায়ককে বেছে নিয়ে আয়োজন করবেন কনসার্টের। শিগগিরই আয়োজিত হবে এ প্রতিযোগিতা।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন হাউজে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) মিট দ্য প্রেসে এ ঘোষণা দেন তাহসান নিজেই। তার ‘অভিমান আমার’ অ্যালবামটি জিপিমিউজিক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
ঈদ-উল আযহায় মুক্তি পাওয়া অ্যালবামটি ইতোমধ্যেই গানপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি তাহসানের সপ্তম ‍অ্যালবাম- যেখানে রয়েছে সাতটি গান। এর মধ্যে ছয়টি গান তিনি নিজেই লিখেছেন আর একটি গান তার সঙ্গে যৌথভাবে লিখেছেন ফাজবির তাহ। গানগুলোর তিনটি কম্পোজ করেছেন তাহসান এবং চারটি কম্পোজ করেছেন সাজিদ সরকার ও নাহিদ নোমান অরুপ।
 
জনপ্রিয় আন্তর্জাতিক ব্যান্ড ‘লিঙ্কিন পার্ক’ থেকে অনুপ্রাণিত হয়ে তাহসান তার নতুন অ্যালবামটির ‘কষ্ট’ গানটি ব্যান্ডটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের প্রতি উৎসর্গ করেছেন।
 
তাহসান জানান, গানগুলোর প্রচারে আগামী অক্টোবরে কনসার্ট করা হবে। এজন্য প্রতিযোগিতার আয়োজন করে সেরা গায়কদের নিয়ে গাইবেন তিনি। এক্ষেত্রে নবীশ ওই গায়কদের তার গানগুলোই গাইতে হবে। এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘কাভার কন্টেস্ট’।

এছাড়া থাকছে, ‘আ উইশ কাম ট্রু উইথ তাহসান’- যার মাধ্যমে শ্রোতারা তাহসানের সঙ্গে তাদের ইচ্ছে পূরণের সুযোগ পাবেন।
 
তাহসান জানান, অ্যালবামের মিউজিক ভিডিওগুলো মুক্তি পেয়েছে শুধুমাত্র গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে।
 
মিট দ্য প্রেসে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং সোলাইমান আলম বলেন, ‘তাহসান খানের নতুন অ্যালবাম ও মিউজিক ভিডিও শুধুমাত্র জিপি মিউজিক ও বায়োস্কোপে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। সারা বিশ্বের বাংলাভাষি মানুষের জন্য আমরা বিনোদনের ইকোসিস্টেম গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেছি। শুধুমাত্র ভালো কন্টেন্টই পারে আমাদের সে চেষ্টাকে সকলের কাছে পৌঁছে দিতে’।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।