ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

বিনোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল।

তবে তা আর হচ্ছে না। ঈদুল ফিতরের পর এ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।  

সব প্রস্তুতি নিয়ে হঠাৎ করেই একদিন আগে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতেই এমন সিদ্ধান্ত।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। দর্শক, কনসার্টের পারফরমার ও সংশ্লিষ্টদের নিরাপত্তাই সর্বাগ্রে। পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজন করব। ’

‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। এছাড়া কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। পারফরমারদের তালিকায় আরও ছিল জনপ্রিয় সব ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল। সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও এতে গাইবেন বলে জানানো হয়েছিল।

সব দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজানো হয়েছিল, যা উপভোগ করতে উন্মুখ ছিল সংগীতপ্রেমীরা। তবে এখন রমজান মাসটা অপেক্ষা করতে হবে তাদের।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।