ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষি কাপুর ঋষি কাপুর

২০১৮ সালের মাঝামাঝি সময়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

তবে এই কিংবদন্তি অভিনেতার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর জন্য ভালো খবর হচ্ছে, বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর এ তথ্য ঋষি কাপুর নিজেই জানিয়েছেন।

সম্প্রতি নিজের শারীরিক অবস্থা প্রসঙ্গে ‘রাজা’খ্যাত এই অভিনেতা বলেন, আমার চিকিৎসা চলছে। আশা করছি খুব শিগগিরই আমি সুস্থ হয়ে উঠব। সৃষ্টিকর্তার ইচ্ছে আমি আবার ফিরে আসব। চিকিৎসার প্রক্রিয়া দীর্ঘ এবং ক্লান্তিকর, যার জন্য অনেক ধৈর্য প্রয়োজন। যদিও এই গুণাবলী আমার মধ্যে নেই।

৬৬ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, এই মুহূর্তে তিনি অভিনয় ক্যারিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার ভাষ্যে, সৌভাগ্যক্রমে আমি এখন আর সিনেমা নিয়ে চিন্তা করছি না। এখন শুধু স্বচ্ছন্দ মন দিয়ে নিজেকে সতেজ রাখতে চাই। এই বিরতি আমার জন্য ঔষধের কাজ করবে।

সব ঠিক থাকলে চলতি বছর এপ্রিল মাসে ঋষি কাপুর বাসায় ফিরতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।