ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ, কথা-সুরও নিজের

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জানুয়ারি ২২, ২০২৫
সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ, কথা-সুরও নিজের মোশাররফ করিম

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ভালো গানও গাইতে পারেন, তা অনেকেরই জানা। তবে এই প্রথম তিনি সিনেমার গানে কণ্ঠ দিলেন।

সেটিও আবার নিজের অভিনীত সিনেমায়। গানের শিরোনাম ‘ভালো লাগে না’।

মোশাররফ অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায় থাকবে গানটি। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানের কথা ও সুরও অভিনেতা নিজেরই। সম্প্রতি প্রকাশ হয়েছে গানটি।

জানা যায়, অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন। এ বিষয়ে ফজলুল কবীর তুহিন গণমাধ্যমকে বলেন, আমরা প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি।

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমার নাম। কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এনএটি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।