ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

বিনোদন

হাসপাতালে সৌদ, তবে শঙ্কামুক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
হাসপাতালে সৌদ, তবে শঙ্কামুক্ত বদরুল আনাম সৌদ

হৃদরোগে আক্রান্ত হয়ে নির্মাতা বদরুল আনাম সৌদ বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বুকে ব্যথা হওয়ায় প্রথমে পপুলার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

এরপর তাকে হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এই নির্মাতার।

তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত- সুর্বণা মুস্তাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি পোস্ট দিয়ে সবার দোয়া চেয়েছেন।

রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে জানা গেছে, সৌদের হার্টে ব্লক ধরা পড়েছে। প্রাথমিকভাবে তার হার্টে রিং পরানোর চিন্তা করেন ডাক্তাররা। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে রিং পরানোর প্রয়োজন হয়নি।

তবে রোববার বিকেলে তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। এগুলোতে বড় ধরনের কোনো সমস্যা না থাকলে তাকে বাসায় নেওয়া হবে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।