ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেরা পার্শ্ব অভিনেতা আলী ও পার্শ্ব অভিনেত্রী রেজিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সেরা পার্শ্ব অভিনেতা আলী ও পার্শ্ব অভিনেত্রী রেজিনা মাহেরশালা আলী ও রেজিনা কিং

৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে(অস্কার) ‘গ্রিন বুক’ সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরশালা আলী। আর ‘ইফ বিয়েলে স্ট্রিট কুড টক’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন রেজিনা কিং।

এর আগে ‘মুনলাইট’ সিনেমায় অভিনয় করে অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছিলেন মাহেরশালা আলী। দ্বিতীয়বারের মতো তিনি অস্কার পেলেন।

এদিকে রেজিনা কিং প্রথমবার অস্কার পেয়েছেন।

প্রতিবারের মতো এবারও অস্কারে বিভিন্ন বিভাগে ২৪টি পুরস্কার দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ । এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।