ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখে আসছে নিশিতা বড়ুয়ার ‘মেঘলা আকাশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
পহেলা বৈশাখে আসছে নিশিতা বড়ুয়ার ‘মেঘলা আকাশ’ নিশিতা বড়ুয়া

নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। আসছে পহেলা বৈশাখে  ‘মেঘলা আকাশ’ শিরোনামের গান-ভিডিওটি প্রকাশ পাবে।

সম্প্রতি নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশিতা। এর কথা লিখেছেন ও সুর করেছেন জুলফিকার জাহেদী।

সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ব্যানার্জী। গানটিতে নিশিতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী অভিজিত সরকার।

এ প্রসঙ্গে নিশিতা বড়ুয়া বলেন, আমি সব সময় গানের কথা ও সুরের দিকে বেশি নজর দিই। ‘মেঘলা আকাশ’ গানটি খুব ভালো লেগেছে। গানটির রেকর্ডিং আমরা কলকাতায় স্বনামধন্য একটি স্টুডিওতে যত্ন নিয়ে করেছি। গানের কথা ও সুর এতটাই মনোমুগ্ধকর যে, শ্রোতাদের মনে স্থান করে নেবে। নিশিতা বড়ুয়া ও জুলফিকার জাহেদীজানা যায়, খুব শিগগিরই গানটির শুটিং হবে ভারতের দার্জিলিংয়ে।   আর মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে পহেলা বৈশাখে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।