ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

যশের ‘কেজিএফ ২’র লুক ফাঁস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৯
যশের ‘কেজিএফ ২’র লুক ফাঁস! 'কেজিএফ ২'তে যশের লুক (ডানে)

‘কেজিএফ’র সাফল্যের পর নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। বর্তমানে এর শুটিং চলছে ভারতের কন্নড় রাজ্যের কোলার গোল্ড ফিল্ডসে।

এদিকে সম্প্রতি সিনেমাটির নায়ক যশের একটি ছবি ফাঁস হয়েছে অনলাইনে। আর ওই ছবিটাকে ‘কেজিএফ ২’তে যশের লুক বলে দাবি করা হচ্ছে।

প্রকাশিত ছবিটিতে যশকে বিশাল চুল ও দাঁড়ি নিয়ে হাজির হতে দেখা গেছে। যেখানে তিনি  আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন।

তবে সূত্র বলছে, ‘কেজিএফ ২’ সিনেমার ইউনিট বর্তমানে কোলার গোল্ড ফিল্ডসে শুটিংয়ে ব্যস্ত আছে। ফাঁসকৃত ছবিটিতে যশের সিনেমার লুক কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ’

শোনা যাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ ২’তে ভিলেন হিসেবে থাকবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এমনটি হলে এটিই হবে সঞ্জয় দত্তের দক্ষিণের অভিষেক সিনেমা।

গত বছরের মুক্তি পায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কেজিএফ-১’। ভারতসহ বিশ্বের ব্যাপক সাড়া ফেলে এটি। সাফল্য প্রায় আকাশচুম্বী। আর সে জন্যই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণে দেরি করলেন না প্রযোজক ও পরিচালক।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।