ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হিন্দি মিডিয়াম’ না দেখেই সিক্যুয়েলে রাজি হয়েছেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ৭, ২০১৯
‘হিন্দি মিডিয়াম’ না দেখেই সিক্যুয়েলে রাজি হয়েছেন কারিনা ইরফান খান ও কারিনা কাপুর খান

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ৯ জুন থেকে লন্ডনে অংশ নিতে যাচ্ছেন ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’র শুটিংয়ে। তবে শুটিং শুরুর আগে এই তারকা জানানেল ‘হিন্দি মিডিয়াম’ না দেখেই তিনি দ্বিতীয় কিস্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন! আর এই তথ্যটি সবাইকে অবাক করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, ‘আমি ‘হিন্দি মিডিয়াম’ দেখেছি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর। ’

মূলত কারিনা ইরফান খানের ভক্ত।

যার জন্যই সিনেমাটি করতে তিনি রাজী হয়েছেন বলে জানান। ‘আমি ‘পান সিং তোমার’ ও ইরফানের আগের অনেক সিনেমা দেখেছি। আমি তার বিশাল বড় ভক্ত। আমি তার সাথে কাজ করতে পারছি তাই উত্তেজিত। সব খানের সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু ইরফানের সঙ্গে কাজ করাটা আমার কাছে অন্যরকম সম্মানের’, বলেন ‘ভিড়ে দি ওয়েডিং’খ্যাত অভিনেত্রী।  

কারিনাকে সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর মিষ্টি দোকানদার চম্পক জি’র চরিত্রে ইরফান খান অভিনয় করছেন। অভিনেত্রী রাধিকা মাদান তার মেয়ের রয়েছেন।

কিছুদিন আগে হোমি অ্যাডজানিয়া পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে ভারতের উদয়পুরে। ২০২০ সালে এটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।