ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

কর্ণিয়ার ‘মন খারাপের দিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
কর্ণিয়ার ‘মন খারাপের দিন’ কর্ণিয়া। ছবি: রাজীন চৌধুরী

বর্তমানে গান প্রকাশে নিয়মিত শিল্পীদের মধ্যে জাকিয়া সুলতানা কর্ণিয়া অন্যতম। গেলো বছর-দুয়েকের মধ্যে বেশ কয়েকটি একক ও দ্বৈতকণ্ঠের গান-ভিডিও প্রকাশ পেয়েছে তার কণ্ঠে। গানগুলো দর্শক-শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে।

সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কর্ণিয়া। গানের শিরোনাম ‘মন খারাপের দিন’।

ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

এই গান প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘খুবই সুন্দর একটি গান। দারুণ কথা-সুর করেছেন ফয়সাল রাব্বিকীন ভাই। কথা-সুরের পাশাপাশি সঙ্গীতায়োজনও হয়েছে চমৎকার। এছাড়া গানটি গতানুগতিক ধারার নয়। বেশ উপভোগ করে গানটি গেয়েছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে। ’ 

ফয়সাল রাব্বিকীন বলেন,  ‘কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটির কথা-সুর করা। সে গানটি গেয়েছেও দারুণ। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। ’ 

ঈদ উপলক্ষে আগস্টের প্রথম সপ্তাহের শেষের দিকে কর্ণিয়ার কণ্ঠের সফট রক ঘরানার এই গানটি প্রকাশ পাবে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।