ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আলমগীর ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। 

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন আলমগীরকন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

বাবার অসুস্থতা প্রসঙ্গে আঁখি বলেন, ‘গত সপ্তাহে বাবা জ্বর অনুভব করেন।

এরপর গেলো ২৫ জুলাই স্কয়ারে পরীক্ষার পর বাবার ডেঙ্গু ধরা পড়ে। এখন হাসপাতালেই আছেন, চিকিৎসা চলছে। আগের চেয়ে এখন অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। ডাক্তার বলেছেন, দু’এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন। সবাই বাবার জন্য দোয়া করবেন। ’

১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক আলমগীরের। প্রথম সিনেমাটি ব্যবসাসফল হয়। এরপর একের পর দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন গুণী এই অভিনেতা। অভিনয়ে অসামান্য অবদানের জন্য নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৮ সালে আলমগীরের পরিচালনা ও প্রযোজনায় সবশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ওএফবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।