ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দ্য ম্যান্ডালোরিয়ান’ আসছে ডিজনি প্লাসে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
‘দ্য ম্যান্ডালোরিয়ান’ আসছে ডিজনি প্লাসে ‘দ্য ম্যান্ডালরিয়ান’ আসছে ডিজনি প্লাসে

ডিজনি ক্যালিফর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কের পাশেই অ্যানাহেম কনভেনশন সেন্টারে চলছে ডি২৩ এক্সপো। শুক্রবার (২৩ আগস্ট) এখানেই ডিজনির আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’র ট্রেলার প্রকাশ করা হলো। 

স্পেস অপেরা ওয়েব টিভি সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ নিয়ে আসছে ডিজনি প্লাস। এর কাহিনী লিখেছেন জন ফ্যাব্রু।

এটাই প্রথম লাইভ-অ্যাকশন স্টার ওয়ারস সিরিজ হতে যাচ্ছে যা দেখা যাবে শুধুমাত্র ডিজনি প্লাসে। এখানে অভিনয় করছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেতা পেড্রো পাস্কাল।  

সিরিজটির ট্রেলারে অত্যন্ত উচ্চমানের কিছু দৃশ্যায়ন দেখা গেছে। তবে কাহিনীর বিস্তারিত কিছু জানানো হয়নি। ভিডিওটিতে কেন্দ্রীয় চরিত্র পেড্রো পাস্কালকে অনেকবার দেখা গেছে, কিন্তু তার নিজের রূপে নয়। ম্যান্ডালোরিয়ানদের বর্মের অংশ হিসেবে হেলমেট পরে আছেন তিনি।  

পেড্রো পাস্কাল ছাড়াও এই সিরিজে আরও অভিনয় করছেন জিনা কারানো, নিক নোল্টে, জিয়ানকার্লো এস্পোসিতো, এমিলি সোয়ালো, কার্ল ওয়েথার্স, ওমিদ আবতাহি এবং ভার্নার হার্জগ।

আগামী ১২ নভেম্বর ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ স্ট্রিমিং শুরু হবে শুধুমাত্র ডিজনি প্লাসে।

‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।