তাই শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সালমান শাহকে স্মরণ করতে ও তাকে ‘হত্যা’র ন্যায়বিচার দাবি নিয়ে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে প্রয়াত এ চিত্রনায়কের ভক্তদের সংগঠন ‘টিম সালমান শাহ’।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটন রোডের বাসা থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়।
মানববন্ধনে সালমান শাহকে ‘হত্যা’র বিচার দাবি করে ভক্তরা বক্তব্য দেন। সেখানে বলা হয়, সালমান শাহর মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই ধুম্রজাল এখনো কাটেনি। তারা মৃত্যুর কারণ জানতে চান। মৃত্যুর আগে সালমান শাহ নানা ধরনের ‘পলিটিক্স’র শিকার হয়েছিলেন বলেও দাবি করা হয়।
আলোচিত মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) রয়েছে। সালমান শাহ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
জেআইএম