স্টাইলিশ আর বোল্ড লুকের ছবির জন্য সবসময়ই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থাকে সেমন্তী সৌমি। এই মডেল ও অভিনেত্রীর স্টাইল আর আবেদনে সবসময় কয়েক ধাপ এগিয়ে।
বলে রাখা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন উইক যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্যে দিয়ে।
তবে এ বিষয়ে সৌমি বললেন, আমার আইডিয়া নেই কবে প্রপোজ ডে, কবে প্রমিজ ডে, কবে হাগ ডে।
ভ্যালেন্টাইন উইক সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানান সৌমি। তার কথায়, জীবনে অনেক প্রেমের অফার পেয়েছি, এখনও পাই। প্রেমের অফার পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ের প্রশ্নে এই অভিনেত্রী বলেছিলেন, ‘খুব তাড়াতাড়ি! ২০২৫ সালে আপনারা সুসংবাদ পাবেন!’ সেই কথাতেই যেন আটকে আছেন সৌমি। তার ভাষ্য, ২৫ কিংবা ২৬ সালে ইচ্ছা আছে বিয়ে করার।
বিয়ের ইচ্ছে প্রকাশ করেই থেমে থাকেননি, উল্টো সাংবাদিকদের বলেছেন পাত্র খুঁজে দিতে। তিনি বলেন, ছেলে তো নাই, ছেলে আপনারা পছন্দ করেন তারপর আমি বিয়ে করব।
কথার পৃষ্ঠে যেমন কথা আসে, ঠিক তেমনই প্রশ্নের পর প্রশ্ন। কেমন পাত্র চান? সাংবাদিকদের এবারের প্রশ্নে সোজাসাপ্টা উত্তরে সৌমি বললেন, এমন ছেলে যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায়?
ভ্যালেন্টাইন উইকের ডে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও স্কুল জীবনের সময়ের ভালোবাসা দিবসের স্মৃতি আজও মনে গেঁথে আছে সৌমির। তখন ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এই অভিনেত্রী।
ওই সময়ের স্মৃতি রোমন্থন করে সৌমি বলেন, আমি ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজে পড়তাম। তখন মনে আছে, একটা ছেলে বেইলি রোডে আমাকে প্রপোজ করেছিল নিল ডাউন (হাঁটু গেড়ে) হয়ে। যতদূর মনে পড়ে, চিল্লাইয়া বলেছিল- ‘আই লাভ ইউ সৌমি’। সে আমার কাজিনের ফ্রেন্ড ছিল, তবে তাকে আমি মানা করে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়, ওইটাই আমার স্মৃতিময় ভালোবাসা দিবস।
যাইহোক আপাতত কাজে মনোযোগ দিতে চান সৌমি। তার কথায়, জীবনে অনেক প্রেমের অফার পেয়েছি। কিন্তু এখন আমি আমার কাজে খুবই ফোকাস। কাজই এখন আমার ভালোবাসা দিবস।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এনএটি