ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘তুমি যাইও না’র ড্যান্স কাভার নিয়ে আসছেন টয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
‘তুমি যাইও না’র ড্যান্স কাভার নিয়ে আসছেন টয়া

গত জুনে কানাডার র‌্যাপার ও গায়ক মাস্টার ডি’র বাংলা গান ‘তুমি যাইও না’ প্রকাশ পেয়েছে। বাংলাদেশে গানটি ব্যাপক সাড়া ফেলেছে। এবার সেই গানের ড্যান্স কাভার নিয়ে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় গানটির শুটিং করছেন ওই তারকা। নতুন করে এর কোরিওগ্রাফি করছেন তাহসিন জাহান ফাইজা।

চলতি মাসের শেষের দিকে টয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল টয়া টিউবে এটি প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে টয়া বাংলানিউজকে বলেন, ‘তুমি যাইও না’ গানটি এখন সবার মুখে মুখে। বিয়ের হলুদ থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠান গানটি মাতিয়ে রাখছে। তাই ইচ্ছে হলো গানটির ড্যান্স কাভার করার। এটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ’  

‘দর্শকরা সবসময় আমাদের অভিনয়ের বাইরের জীবন সম্পর্কেও জানতে চান। তাই এখন থেকে সবাই আমার টয়া টিউব চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট দেখতে পাবেন। গান-নাচ ছাড়াও আমার ব্যক্তিগত জীবনের নানা বিষয় এখানে তুলে ধরবো,’ যোগ করেন তিনি।

‘তুমি যাইও না’ গানটি এরই মধ্যে ৮০ লাখ ভিউ পার করেছে। এটি প্রকাশ পেয়েছে কাইনেটিক মিউজিক থেকে।

**'তুমি যাইও না' গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।