মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার এই ফ্যাশন হাউজ’র উদ্বোধন করা হয়। এতে সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, উপস্থাপকসহ মিডিয়াঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘আমার এই প্রতিষ্ঠানে ওয়েস্টার্ন পোশাকের কালেকশনগুলো রাখা হয়েছে। এখানে গাউন্ড, টপস, প্যান্ট, জুতাসহ মেয়েদের জন্য অনেক কিছুই থাকছে। সংগ্রহটা কম্বো আকারে করা হলেও যে কেউ চাইলে আলাদাভাবে এগুলো নিতে পারবেন। ’
সঙ্গীতের পাশাপাশি এই পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে টিনা আরও বলেন, ‘গানের ফাঁকে আমার অবসর সময়ে পোশাক প্রতিষ্ঠানে কাজ করছি। শখের বসেই এর সঙ্গে যুক্ত হওয়া। অবশ্য এ প্রতিষ্ঠান করার পেছনে মজার কিছু ঘটনাও আছে। আমার পোশাকের ডিজাইন বা কম্বিনেশন আমি নিজেই করি। ’
অনলাইন শপিং শপ ‘টিনা’- এর ফেসবুক পেজ হচ্ছে-https://www.facebook.com/pg/pageoftina/posts/?ref=page_internal
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ওএফবি