ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

ফার্স্টলুকে মাত করলো ‘হাউজফুল ৪’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ফার্স্টলুকে মাত করলো ‘হাউজফুল ৪’

অক্ষয় কুমার অভিনীত ও বহু প্রতীক্ষিত ‘হাউজফুল ৪’ সিনেমার তারকাদের ফার্স্টলুক প্রকাশিত হলো। আর এটা এমন কিছু যা কেউ কখনো কল্পনাও করেনি। 

‘হাউজফুল ৪’কে বলা হচ্ছে রিইনকারনেশন ড্রামা, অর্থাৎ পুনর্জন্মের কাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রথমে অক্ষয় কুমার তার ফার্স্টলুক শেয়ার করেন টুইটারে।

তার চমকপ্রদ লুক ভক্তদের রীতিমতো ভড়কে দিয়েছে।  

এরপর একের পর এক সিনেমাটির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর ফার্স্ট লুকও প্রকাশিত হয়। এ নিয়ে শুরু হলো তোলপাড়। শুরু হলো বড় পর্দায় হাউজফুল সিনেমা দেখার প্রতীক্ষার পালা।  

‘হাউজফুল ৪’ সিনেমার তারকাদের ফাস্টলুকহাউজফুল সিনেমার পরবর্তী সিক্যুয়েলে অক্ষয় কুমারকে দুই রূপে দেখা যাবে। একটি হলো ১৪১৯ সালের খলনায়ক রাজকুমার বালা, যাকে বলা হয় ‘শয়তানের শালা’। অপর রূপে অক্ষয় হলেন ২০১৯ সালের লন্ডন থেকে পড়াশুনা শেষ করে ফেরা যুবক হ্যারি। ফার্স্ট লুক অনুযায়ী হ্যারি হলেন রাজকুমার বালার পুনর্জন্ম। ঘরে ফেরার পর হ্যারির ওপর রাজকুমারের আত্মা উৎপীড়ন শুরু করে।

টুইটারে অক্ষয় কুমার জানিয়েছেন, ‘হাউজফুল ৪’র ট্রেলার মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। সিনেমার কাহিনী আরও ভালোভাবে বোঝা যাবে ট্রেলার মুক্তির পর।

পূর্বজন্ম ও বর্তমানের চরিত্রে অভিনেতারা

ফরহাদ সামজি পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতী সানোন, পূজা হেগড়ে, কৃতী খারবান্দা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।