ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ধর্মেন্দ্র

বাংলাদেশের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে ভারতেও। গত সপ্তাহে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যার জন্য তাকে যেতে হয়েছে হাসপাতালেও। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

ধর্মেন্দ্র গত সপ্তাহে মুম্বাইয়ের খারের একটি হাসপাতালে ভর্তি হলেও এ খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে বুধবার (০৯ অক্টোবর)। প্রবীণ এ অভিনেতা তিন দিন চিকিৎসা নিয়ে সোমবার (০৭ অক্টোবর) রাতে বাসায় ফিরেছেন।

 

ধর্মেন্দ্র তার দুই ছেলে সনি দেওল ও ববি দেওলের সঙ্গে বাসায় ফেরেন। তিনি যখন শারীরিকভাবে ভালো অনুভব করছিলেন, তখনই তাকে হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসক।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সূত্র বলেন, ‘তিনি এখন অনেকটা সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছেন। বর্তমানে তিনি বাংলোতে যাওয়ার কোনো পরিকল্পনা রাখেননি। ’

সম্প্রতি ধর্মেন্দ্র তার নাতি করণ দেওল অভিনীত ‘পাল পাল দিল কে পাস’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন। এটি পরিচালনা করেছেন করণের বাবা সানি দেওল। এতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী সাহের বাম্বা। সিনেমাটি প্রযোজনা করেছেন ধর্মেন্দ্র নিজেই। চলতি বছর সেপ্টেম্বরে এটি মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।