১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে গলা ছেড়ে গেয়েছেন। মুক্তিকামী যোদ্ধাদের দিয়েছেন অনুপ্রেরণা।
১৯৬৯ সাল থেকে তিনি নিয়মিত গান গেয়ে যাচ্ছেন। বর্ণাঢ্য এই সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তীতে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ‘মেঘলা দু’চোখ’ নামে নতুন একটি অ্যালবাম প্রকাশিত হলো।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আমরা সূর্যমুখীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রকাশনা অনুষ্ঠান।
আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান লে. জে. হারুনুর রশীদ বীর প্রতীক, নাট্যজন পীযুষ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী সাদিয়া আফরীন মল্লিক ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবায়দুল করিম এমপি। স্বাগত বক্তব্য দেন আমরা সূর্যমুখী’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।
তিমির নন্দী বলেন, দীর্ঘ ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এর আগে ২০০৯ সালে আমার সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্তিতে একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম। এবারের অ্যালবামে মোট ১৪টি গান থাকছে। সবগুলো গানই মৌলিক আধুনিক গান।
‘মেঘলা দু’চোখ’ অ্যালবামে সংগৃহিত গানগুলো হলো- ‘দুটি পাখী মিলে বাঁধে’, ‘ভালোবেসে সবাই যদি’, ‘আমার মেঘলা দু’চোখ’, ‘সিঁদুরে মানায় ভালো’, ‘যখন ডেকেছি কাছে’, ‘জীবনের বাঁকে যদি’, ‘ঐ দু’টি চোখ’, ‘শুধু মন ছুঁয়ে যায়’, ‘ও নদী তোরই বুকে চলেছি’, ‘কতবার মনকে বলেছি’, ‘তুমি ছিলে এই জীবনে’, ‘কেঁদো না সেদিন তুমি’, ‘এই হৃদয় ছুঁয়ে’ ও ‘তুমি চলে গেছো’।
অ্যালবামের সবগুলো গানের রেকর্ডিং হয়েছে কলকাতার ধ্বনি স্টুডিওতে। এর সঙ্গীতায়োজন করেছেন বুদ্ধদেব গাঙ্গুলি। তিনি সলিল চৌধুরীর সহকারী ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য শেষে জাদুঘরের সন্ধ্যাটি সুরে সুরে ভরে উঠেছিল। একে একে তিমির নন্দীর কণ্ঠে বেজে ওঠে সোনালি দিনের অমর সুরের গানগুলো। মিলনায়তনে তখন উপচে পড়া দর্শক শ্রোতা। আলোর ঝর্ণাধারা যেন বইছিল গানের সুরের তালে তালে।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এইচএমএস/জেআইএম