ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে শাহরুখ খান ও জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
একসঙ্গে শাহরুখ খান ও জ্যাকি চ্যান

সাধারণত দেখা যায়, ভক্তরা তাদের প্রিয় অভিনেতা সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি নিজস্বী ছবি তুলতে মরিয়া হয়ে থাকেন। কিন্তু বলিউডের ‘বাদশাহ’ এবার নিজেই তার প্রিয় নায়কদের সঙ্গে নিজস্বী তুললেন।

সৌদি আরবের রিয়াদে ১৩-১৪ অক্টোবরে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০১৯’ শাহরুখ খানের জন্যও ছিল স্মরণীয় মুহূর্ত। কারণ তিনি যাদের ভক্ত সেই কিংবদন্তি তারকা ও চিত্রনির্মাতা জ্যাকি চ্যান ও জিন-ক্লড ভন ডেমির সঙ্গে মঞ্চ ভাগ করার দুর্লভ সুযোগ পেয়েছেন তিনি।

 

শাহরুখ খান তার ইনস্টাগ্রামে একটি নিজস্বী ছবি শেয়ার করে লেখেন, ‘জয় ফোরাম’১৯-এ খান, ডেমি ও চ্যান। আমি প্রচণ্ড খুশি যে, আমি আমার নায়কদের সঙ্গে আছি। ’

প্রিয় তারকাদের সঙ্গে ছবি তুলে দারুণ খুশি বলিউডের ‘কিং’।

ছবিতে শাহরুখকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। আর ডেমি এবং চ্যানও তার সঙ্গে মুহূর্তটি ভাগ করতে পেরে দারুণ খুশি।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।