ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন ও মেহের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন ও মেহের

সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার স্ত্রী মেহের জেসিয়া। শুধু বাকি ছিল আদালতের অনুমতির। সেটও হয়ে গেলো।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্জুন ও মেহেরের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন-মেহের।

তাদের দুই মেয়ে মাহিকা ও মায়রাকে মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

অর্জুন-মেহর বিয়ে করেছিলেন ১৯৯৮ সালে।  চলতি বছর ৩০ এপ্রিল তারা আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন।  

এদিকে বিচ্ছেদের খবরের পর অর্জুন টুইটারে লেখেন, ‘এবার তাহলে নিন্দুকের মুখ বন্ধ হবে। ’

এদিকে অর্জুন অনেক আগেই নতুন সম্পর্ক শুরু করেছেন। বিয়ে না করলেও তার প্রেমিকা দক্ষিণ আফ্রিকান মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াদেসের ছেলের বাবা হয়েছেন তিনি। তার দুই মেয়ে বিষয়টি মেনে নিয়েছে বলেও জানান এই অভিনেতা।  

অর্জুনকে সর্বশেষ ‘পল্টন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এছাড়া বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।