শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার কাওলায় নিজ বাসভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কালা আজিজের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কালা আজিজ ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার পায়ে পানি জমে গিয়েছিল। শরীরের কিছু অংশে পচন ধরেছিল। অর্থের অভাবে ঠিকমত নিজের চিকিৎসা করাতে পারেননি তিনি।
প্রায় তিন দশক ধরে চলচ্চিত্রে পার্শ্ব-অভিনেতা হিসেবে কালা আজিজ অভিনয় করেছেন। ডিপজল ও মান্নার সহশিল্পী হিসেবে অসংখ্য চলচ্চিত্রে তাকে পাওয়া গেছে। দীর্ঘ ক্যারিয়ারে চারশতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
কাজী হায়াৎ পরিচালিত ‘অন্ধকার’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
কালা আজিজ অভিনীত চলচ্চিত্রের তালিকায় রয়েছে- ‘আম্মাজান’, ‘কমান্ডার’, ‘লণ্ড ভণ্ড’, ‘কষ্ট’, ‘কে আমার বাবা’, ‘ইতিহাস’, ‘মেশিনম্যান’, ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘পিতার আসন’, ‘কোটি টাকার কাবিন’, ‘মমতাজ’, ‘মনের পাগলামী’, ‘ভালোবাসা আজকাল’ ইত্যাদি।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
জেআইএম/এমএমইউ